রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে তৈরি গর্তে পড়ে শায়ন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিক নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে রামরায় দীঘি পার্কে নেওয়া হচ্ছিল। আর সেই গর্তেই পানিতে তলিয়ে যায় শায়ন।
নিহতের চাচা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভেঙে শিশুর প্রাণ গেল, আমরা বিচার চাই।”
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন রিসিভ না করলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।