1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেদখল ঠাকুরগাঁও রোড বাজার, অবশেষে নিজেদের সম্পত্তি দাবি করলো দখলদারেরা পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবরদখলের অভিযোগ গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত আনুষ্ঠানিক অভিষেক পীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ঠাকুরগাঁওয়ে দয়লবাবার অনুসারীর জানাযায় এলাকাবাসীর বাঁধা : ছেলেদের ক্ষমা চাওয়ার পর দাফন পীরগঞ্জে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা আনুষ্ঠানিক অভিষেক পীরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড এডহক কমিটির দায়িত্ব গ্রহণ পলাশবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু দলের দুঃসময় থেকে আজও জনগণের পাশে অধ্যাপক কামাল হোসেন বেদখল ঠাকুরগাঁও রোড বাজার, অবশেষে নিজেদের সম্পত্তি দাবি করলো দখলদারেরা

” নিদারুণ অসুখে ” // মাহবুবা আখতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

মনের কি দোষ বলো জ্যোতির্ময়?
তার তো নিজস্ব কোনো স্থায়িত্ব নেই।
ছুঁটে বেড়ায় দাপটের সাথে আবার ক্লান্ত
হয়ে ফিরে আাসে তার পৃথিবীতে।
কখনো রক্তাক্ত হয়, কখনো জলে ডুব দেয়,
কখনো আগুনে পুড়ে পুড়ে নীলাভ কালচে হয়।
আবার কখনো ভেসে বেড়ায় না পাওয়ার
অনুতাপের বিষণ্ণতায়।

জ্যোতির্ময়, ইচ্ছের নাটাই বড্ড বেসামাল
উপ্ত আলোর জোছনার প্লাবন, চিহ্নহারা ঠিকানা বিহীন,
বিষন্নতার অন্ধবাসে ডুকরে কাঁদে, বেহাগ সুরে ধল প্রহরে।
হৃদয় মাঝে মাদল বাজে, পায়ের নীচে সূর্য কাঁপে।
কাঁপতে থাকে যুগপৎ যেথা সেথা,
ইচ্ছে করলে হ্যাঁচকা টানে ছুড়ে দিতে পারো
ভালোবাসার আদ্যোপান্ত,

জড়িয়ে নিতে পারো এক নিমিষেই, বুকের ভেতর নাম
লিখতে পারো যত্ন করে,
আবার মিশিয়ে দিতে পারো একঘষায় রক্ত ক্ষরণ হবে,
কষ্ট হবে, বিলাপ তেমন হবে কি?
তুমি আমার গহীন জলের বিষাদ মায়া,
ভিজে রোদ্দুরে দহন নীলে তুমিই আমার সুতোর বুনন।
ইচ্ছে করলে ছিঁড়তে পারো কুটিকুটি,
আবার মানিয়ে নিতে পারো ঠোঁটের ভাঁজে ভাঁজে উষ্ণতায়।
ইচ্ছে হলে জমিয়ে রেখো বুকের জমিনে, রুয়ে রেখো নীলপদ্ম অধিক যতনে,

‘জ্যোতির্ময়’ কতোটা আর নষ্ট হবে জীবন,কতোটা আর কষ্ট পাওয়া বলো?
নষ্ট আলোয় ডুবে থাকি, ভুল করেছি তোমার বুকের সাথে সেঁটে থেকে।
রাশি রাশি তৃষ্ণা,শূন্যতার অথই পাথার।
তবুও প্রত্যাশারা জেগে থাকে নিদারুণ অসুখে শুশ্রূষাবিহীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট