শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড।।”মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিনিয়র কনসালটেন্ট শিশু ডা. মনোয়ারুল ইসলাম, ডা. সাহিদুর রহমান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন,
নিউট্রিশন ইন্টারন্যাশনালের এস এম রাকিবুল ইসলাম, জেলা পাবলিক হেলথ নার্স মাসুদা বেগম, নার্সিং ইনস্ট্রাকটর সাহের খাতুন ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। এটি শিশুকে সুস্থ ও মেধাবী করে তোলে। সিভিল সার্জন বলেন, শিশুর প্রথম ছয় মাসের জন্য মায়ের দুধই সর্বোত্তম খাদ্য। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশু স্বাস্থ্য রক্ষা ও মাতৃত্বকালীন সুরক্ষায় পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।