স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) মহাসচিব তহিদুল ইসলাম সিনিয়র সাংবাদিক কবির আলমগীরের বিরুদ্ধে গুরুতর চাঁদাবাজির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, কবির আলমগীর ‘দেশকাল’ নামে একটি অনলাইন নিউজের লিংক পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন এবং সংবাদটি সরিয়ে ফেলার জন্য বিপুল অঙ্কের অর্থ দাবি করেছেন।
এক বিবৃতিতে তহিদুল ইসলাম জানান, সম্প্রতি কবির আলমগীর তাকে ‘দেশকাল’ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি নিউজের লিংক পাঠান। তার দাবি, এই সংবাদকে কেন্দ্র করে কবির আলমগীর তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়েছে, নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ করা হলে সংবাদটি অনলাইন থেকে সরিয়ে ফেলা হবে বলেও কবির আলমগীর তাকে আশ্বস্ত করেন।
তবে, বিআরপি মহাসচিব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি পাল্টে যায় বলে তিনি উল্লেখ করেন। তহিদুল ইসলামের ভাষ্যমতে, টাকা দিতে অপারগতা প্রকাশ করার পর কবির আলমগীর ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বিআরপি’র বিরুদ্ধে ধারাবাহিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করতে শুরু করেন।
এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার এবং সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তহিদুল ইসলাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।