ঝড় প্রতিবেদন।। গত বছর সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিক্ষোভকারীরা এতটাই ফুঁসে উঠেছিল যে, তারা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েছিল। ফলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট তার সরকারি বাসভবন তো বটেই, দেশ ছেড়েও পালাতে বাধ্য হয়েছিলেন।
বিক্ষোভকারীরা যখন প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিল তখন তাদের পিয়ানো বাজিয়ে বিনোদন দিয়েছিলেন সেখানে নিয়োজিত এক পুলিশ সদস্য।
শুক্রবার তাকে বরখাস্তের খবর দিয়েছে শ্রীলঙ্কার পুলিশ বিভাগ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর কনস্টেবল আর এম ডি দয়ারত্নেকে ঔপনিবেশিক যুগের প্রেসিডেন্ট ভবনটিকে রক্ষায় সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছিল। যেদিন বিক্ষোভকারীরা এটি দখল করে নিয়েছিল তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি ভবনের অভ্যন্তরে থাকা একটি গ্র্যান্ড পিয়ানোতে বসেছিলেন। ওই সময় তিনি পিয়ানো বাজিয়ে বিক্ষোভকারীদের গান শুনিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ভবনটি ভাঙচুরের সময় দয়ারত্নে পিয়ানো বাজাচ্ছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছিল। ”
রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, দয়ারত্নে ‘আমাদের নিরো ছিল। ’ পুলিশ কর্তৃপক্ষ দীর্ঘ তদন্তের পর কনস্টেবল শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।