সদা সত্য কথা ও সত্য প্রকাশ করার মন মানসিকতা, অভিজ্ঞ, সাহসিক মনোভাব, সাংবাদিক শাওন আমিন। তাঁর সম্পাদিত “দৈনিক ঝড়” নামে একটি দৈনিক পত্রিকা ১ সেপ্টেম্বর প্রকাশিত নিয়মিত প্রকাশিত হচ্ছে জেনে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
“দৈনিক ঝড়” সমাজের নানা অন্যায় ও অবিচার, দুর্নীতিবাজ, সমাজে নানা অপকর্মের সাথে জড়িত ব্যাক্তিদের অপকর্ম তুলে ধরবে বলে আশা রাখছি, সমাজে প্রকৃত অপরাধী যাতে শাস্তি পায়।সেই সাথে আগামী দিনগুলোতে সাংবাদিক শাওন আমিন সম্পাদিত “দৈনিক ঝড়”পত্রিকাটি সবার হৃদয়ে যায়গা করে নিবে,দেশ-বিদেশে সবার মাঝে পাঠক প্রিয় একটি পত্রিকায় হয়ে উঠবে।
সম্পাদক সহ “দৈনিক ঝড়” পত্রিকাটির সাথে জড়িত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং পত্রিকাটির
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
মোঃ সোহেল রানা
ভাইস চেয়ারম্যান
রাণীশংকৈল উপজেলা পরিষদ
রাণীশংকৈল, ঠাকুরগাঁও।