মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে ফিরে শাওন আমিন ।। মরুভূমির খেজুরের বাণিজ্যিক চাষ চলছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। প্রথম বছরেই সফল কৃষক নুরুল আলম। খাগড়াছড়ির পাহাড়ের বুকে যেন একখন্ড মরু প্রান্তর। কৌতুহলী করে তুলেছে স্থানীয়দের। বাগান দেখতে প্রতিদিন ভিড় আশেপাশের মানুষের।
পাহাড়ের এ খেজুরের আকার ও স্বাদ মরুর খেজুরকেও ছাড়িয়ে যাবে বলে দাবী এ কৃষকের। থোকায় থোকায় বারোহি, আজওয়া, মিটজল ও আম্বার জাতের খেজুর কৃষক মো. নুরুল আলমের বাগানে। চলতি বছর দুই লাখ টাকার বেশি খেজুর বিক্রির আশা তার।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে চার কিলোমিটার দুরে রসুলপুর গ্রামের গভীর অরণ্যের মধ্যে বিশাল টিলা ভুমি। ২০১৯ সালের ডিসেম্বরে লাল-সবুজ পাহাড়ের ১৩ একর ভুমি কিনে খেজুর চাষ শুরু করেন নূরুল আলম। তিন বছরের মাথায় দেশের মাটিতেই মরুর খেজুরের স্বাদ পান তিনি।
এদিকে, খেজুরের পাশাপাশি নুরুল আলমের বাগানে রয়েছে ড্রাগনসহ বিভিন্ন মিশ্র ফলের গাছ। তার সফলতা দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। পাহাড়ের মাটি ও আবহাওয়া সৌদি আরবের খেজুর চাষের অনুকুল বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী।