বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ আগ্রাবাদ ২৭ নং ওয়ার্ড বিজয় মিছিল আয়োজন করেন।উক্ত সমাবেশে সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর বলেন ‘ যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। এই বিজয় মিছিলে নেতৃত্ব দেন। ১-হাজী হোসেন বীর মুক্তিযোদ্ধা.
২-জমির আহমেদ সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি. ৩-আব্দুল মাবুদ সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি. ৪-ফয়জুল ইসলাম সাবেক সভাপতি ২৭ নং ওয়ার্ড বিএনপি. ৫-শহীদ হুসেন. ৬আবদুর রব ৭ -হাসান রুবেল ৮-জাহাঙ্গীর আলম বাচা ৯-মোস্তফা কামাল সুমন. ১০-মোহাম্মদ জাহাঙ্গীর. ১১-আব্দুল মান্নান. ১২-জাফর ইকবাল. ১৩-নিজাম সওদাগর. ১৪-মোহাম্মদ আলী ১৫- সাগির।জাহাঙ্গীর আলম মানিক জামাল। সেলিম। দেলোয়ার। আজিম বিপলু।মহিউদ্দিন রিপন। আজাদ।