রনবীর রায় রাজ
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চ্চনা সংঘের আয়োজনে বুধবার ০৬ ই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়। এসময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মানুলম্বীরা একটি মঙ্গলবার শোভাযাত্রা র্যালি বের করে উপজেলার নাওডাঙ্গা বাজার,শিমুলবাড়ী ঠাকুরপাঠ ও বালারহাট বাজার প্রদক্ষীণ করে নাওডাঙ্গা জমিদারবাড়ীত এসে জমায়িত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চ্চনা সংঘের সভাপতি বাবু সুশীল রায়,নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চ্চনা সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার রায়,নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চ্চনা সংঘের সাংগঠনিক সম্পাদক রতন রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সদস্য বৃন্দ নাওডাঙ্গা জমিদারবাড়ী তরুন সংঘের সদস্য সহ সনাতন ধর্মাবলম্বী নারী,পুরুষ সহ আরো অনেকেই। ধর্মীয় আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিবসটি পালিত করা হয়।