নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনীতিতে যাঁর নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে, তিনি হলেন ৯০ এর গণ-অভ্যুত্থানের কিংবদন্তি ছাত্র নেতা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাহসী সেনানী, জনতার হৃদয়ের স্পন্দন মোঃ জুলফিকার আলী ভুট্টো চৌধুরী।
তিনি শুধু সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বা বর্তমান জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদকই নন, তিনি হলেন নেতাকর্মীদের আস্থার ঠিকানা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। একের পর এক মামলা, হামলা, হয়রানি – কিছুই তাঁর অদম্য মনোবল ভাঙতে পারেনি।
বর্তমানে ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা সর্বত্র আলোচিত। সাধারণ মানুষ তাঁকে ভালবাসে, নেতাকর্মীরা তাঁকে অনুসরণ করে, আর রাজনীতি তাঁকে ছাড়া কল্পনা করা যায় না।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলে সংগঠন হবে আরও শক্তিশালী, তৃণমূল হবে আরও সুসংগঠিত।
তাই সময়ের দাবি—
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চাই মোঃ জুলফিকার আলী ভুট্টো চৌধুরীকে।