নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড় : জাতীয় সংসদের পঞ্চগড় ১ আসনের আসন ভিত্তিক মতবিনিময় উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে
মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা জিয়া পরিষদমতবিনিময় ও শিক্ষক সমাবেশের আয়োজন করে।শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় -১আসনের কান্ডারী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এসময় তিনি এখনো দলীয় কোন মামলা থাকার কথা না। তবে এখনও যাদের নামে মিথ্যা মামলা রয়েছে সেগুলো আমাদেরকে বলবেন। সেটা নিয়ে আমরা দেখবো। বিএনপি দলের নেতাকর্মীরা রাজনীতির নামে ব্যবসা করেনা। আপনারা রাজনীতির নামে ব্যবসা করবেন না। ব্যবসা করতে হলে আপনারা রাজনীতি ছেড়ে দেন। তিনি বলেন, যে দেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনের জন্য আন্দোলন করে সেটা কেমন শিক্ষা। বিএনপি ক্ষমতায় আসলে এ বিষয়গুলো দেখবে। আপনারা পূর্বের পরিচিতি ছেড়ে দিয়ে নতুন করে রাজনীতি শুরু করেন। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে ১৮০ দিনের পরিকল্পনা করেছে। সেটা দিয়েই কাজ শুরু করা হবে। সেটা আপনারা দেখবেন। সেখানে সব ধরনের তথ্য দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আপনারা নতুন ভোটাদের প্রভাবিত করবেন। কারন বিগত সময়ে তাদেরকে অন্যরা প্রভাবিত করেছে। শিক্ষকরা হলো মানবতার ফেরিওয়ালা। আপনারা যেখানেই যান না কেন সেখানেই আপনাদের পরিচয় হবে আপনারা শিক্ষক।
পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী মোঃ কায়েদ ই আজমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জিয়া পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক নুরে আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যারের পিপি এডভোকেট জাকির হোসেন, সহ সভাপতি সালাউদ্দিন প্রধান, সদর উপজেলা সভাপতি জিয়াউর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সফিউজ্জামান পাটোয়ারী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মকবুলার রহমান সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।