1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার

রাণীশংকৈল উপজেলা কৃষকদল সভাপতিকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিবে, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে ধ্বংস করে দিবে, রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টি সাফ করতে চাওয়া সেই বহিস্কৃত কৃষকদল নেতা মাসুদ রানা এবার উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কিছুদিন আগে রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিকের মামলার ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগে দলের নির্দেশে মাসুদ রানাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন। এ ঘটনায় সদ্যবহিষ্কৃত ও বীমা কর্মী মাসুদ রানা উপজেলা কৃষকদলের সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন।

জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা কৃষকদলের সভাপতি রাণীশংকৈল থানায়
৫ সেপ্টেম্বর সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডিটি আমলে নিয়ে রাণীশংকৈল থানার ওসি, তদন্তের দায়িত্ব দিয়েছেন উপ-পরির্দশক(এস আই) হাসেম আলীকে।

জিডি সুত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট
গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে। এ সময় তিনি বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেন। এছাড়া বিএনপি দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন মাসুদ রানা।

জানা যায়, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি(বহিস্কৃত) মাসুদ রানা কিছুূদিন আগে রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টি সাফ করার হুমকি ও প্রেসক্লাব সভাপতিকে মোটরসাইকেলে বেঁধে টেনে হেচড়ে নির্যাতনের হুমকি দেয়। তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় গত ৯ আগষ্ট জেলা কৃষকদল মাসুদ রানাকে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করে। এদিকে মাসুদ রানা বহিস্কার হলেও এখনো নিজেকে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেষ্টুন তৈরী করে| সেখানে তিনি নিজেকে সাংবাদিক, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি,সহকারী মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাসহ এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধির পদবী ব্যবহার করে ,এবং নিজেকে শপদে বহাল দেখিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

মাসুদ রানার এখনও কৃষকদলের পরিচয় ব্যবহার করায় বিএনপির নেতাকর্মিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বহিস্কৃত কৃষকদল নেতা মাসুদ রানা কোন বক্তব্য দিতে না চাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।

উপজেলা কৃষকদলের সভাপতি মোসারফ হুসাইন বলেন, দলীয় শৃঙ্গলা ভঙ্গ করার কারণে দলের নির্দেশে তাকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কারের পর তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। জীবনের নিরাপত্তাসহ মাসুদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিযেছেন মোসারফ হুসাইন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট