1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ছাত্রদলের বিজয় শোভাযাত্রা ও পথসমাবেশ পঞ্চগড়ের বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা একজন সমাজসেবী ও দানবীর খামিরউদ্দিন প্রধানের প্রয়ান দিবসে দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি একাধিক মামলার আসামি শেখ মোঃ শাহ আলম গ্রেফতার ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ রোদের আঁধার / /  আফরোজা রিকা পলাশবাড়ীতে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বীজ সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র কম্বল পেল শীতার্ত মানুষজন, ফুটলো মুখ হাসি আন্ত:কলেজ ফুটবলে ভজনপুর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন ব্যক্তিগত সফরে দিনাজপুরে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন

ক্রিকেটার সুশ্রী’র যাতায়াতে সাইকেল উপহার দিলেন ইউএনও খায়রুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুশ্রী রানী রায়। তবে জীবনযাত্রা যতই সাধারণ হোক না কেন, স্বপ্ন কিন্তু অসাধারণ। ছোটবেলা থেকেই ব্যাট-বলের প্রেমে ডুবে থাকা এই কিশোরীর লক্ষ্য একটাই—একদিন দেশের জার্সি গায়ে মাঠে নামা, একজন সফল নারী ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়া।

প্রতিদিন জেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় ২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুশ্রী অনুশীলনে যান ঠাকুরগাঁও শহরের ক্রিকেট একাডেমিতে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে কঠোর অনুশীলন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যাতায়াত—নিজস্ব কোনো যান না থাকায় প্রতিদিনই লোকাল পরিবহনে যাতায়াত করতে হতো, যেখানে দিনে খরচ হতো শতাধিক টাকা। এতে পরিবারের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছিল প্রতিনিয়ত।

এই বিষয়টি জানতে পারেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তিনি সরাসরি সুশ্রীর সঙ্গে কথা বলে তার সংগ্রামের গল্প শোনেন। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুশ্রীকে একটি সাইকেল উপহার দেন, যাতে তার যাতায়াত সহজ হয় এবং অর্থ সাশ্রয় হয়।

সাইকেল হাতে পেয়ে আনন্দে চোখ ভিজে আসে সুশ্রীর। তার কথায়,“আমি চাই একজন ভালো ক্রিকেটার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে। তাদের হাসিমুখ দেখাটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে।

উপজেলা প্রশাসনের এমন কাজকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলছেন, ক্রিকেট প্রেমী সুশ্রীর যে আগ্রহ এতে আমরা অবাক হয়েছি‌। তার যাতায়াতের জন ইউএনও যে সাইকেল উপহার দিয়েছেন এরকম কাজ অব্যাহত থাকলে মেধাবী ও যোগ্যরা সামনে এগিয়ে যেতে পারবে।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহি অফিসার খায়রুল ইসলাম বলেন,‌ একজন নারী ক্রিকেটার হিসেবে সে যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে আরো একটু উৎসাহ দেওয়ার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সে তার আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যাবে এবং ঠাকুরগাঁও জেলার নাম উজ্জ্বল করবে এই কামনা করেন তিনি। সেই সাথে জনস্বার্থে এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সুশ্রী বর্তমানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি ক্রিকেটকে সময় দিচ্ছেন পুরো মনোযোগ ও আত্মনিবেদন দিয়ে। একদিকে কলেজের ক্লাস, অন্যদিকে নিয়মিত অনুশীলন—এই দুইয়ের ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন অদম্য এই কিশোরী।

জেলার ক্রীড়ামহলে ইতিমধ্যেই সুশ্রী একটি পরিচিত নাম। অনেকেই বলছেন, তার ভেতরে রয়েছে বিশাল সম্ভাবনা এবং একদিন হয়তো জাতীয় দলে খেলবেন এই মেয়ে। শুধু সময়ের অপেক্ষা।

সুশ্রীর এই জেদ, আত্মবিশ্বাস এবং নিরলস পরিশ্রম আজকের তরুণ প্রজন্মের জন্য হতে পারে এক বিশাল অনুপ্রেরণা। যেখানে এখনো অনেক মেয়ে সামাজিক প্রতিবন্ধকতায় মাঠে নামতে ভয় পায়, সেখানে সুশ্রী গড়ে তুলছে এক নতুন দৃষ্টান্ত।

হয়তো একদিন সত্যি দেশের জার্সি গায়ে, ব্যাট হাতে মাঠে নামবেন সুশ্রী রানী রায়—তখন গর্বিত হবে শুধু তার পরিবার নয়, পুরো ঠাকুরগাঁও, গর্বিত হবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট