
আকাশ বাতাস সাগর নদী
সবাই গেছি ভুলে
আমি ধরলাম তুলে।
কি অপরূপ জলকেলি
দেখো একটু চেয়ে,
রংধনুর সাত রংয়ে
নীল আকাশ গেছে ছেয়ে।
শিয়াল মামার হুক্কাহুয়া
আর তো শোনা যায় না,
পৃথিবীর সুখ তাই মানুষ
আগের মত পায়না।
স্লোগান আর স্লোগানে উত্তপ্ত থাকে দেশ
এসব করে কেউ কেউ
হাওয়ায় উড়ায় কেশ।
কেউ কেউ টকশোতে
কথা বলে টক নাই কথার ঢক।
কেউ আবার অনলাইনে বসে সারাক্ষণ
করে বকবক বকবক।
কারো কথা কেউ শুনে না
ভাবতে অবাক লাগে,
সোনার বাংলার সোনার মানুষ
ভয়ে দূরে ভাগে।
এসো সবাই মিলেমিশে এক হয়ে
দেশকে ভালোবাসি,
প্রকৃতিকে যত্ন করে বুক ফুলিয়ে হাসি।
কাদা জলে সব কিছু ঘোলাটে না করে
চলোরে ভাই এক হয়ে ঐক্যের পথ ধরে।।