
পঞ্চগড় প্রতিনিধি।। শহরের স্টেডিয়াম সংলগ্ন ব্যস্ততম এলাকায় একটি ভাড়াবাড়ীতে জমিয়ে চলছিলো দেহব্যাবসা।মধুচক্রের কারবার। সন্ধা নামলে দুর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতো ওই এলাকায়। বৃহস্পতিবার গভির রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানিয়দের নিয়ে অভিযান চালিয়েছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বাড়ীর ভারাটিয়া ও দুই যুবক এবং দুই দেহ ব্যাবসায়ী নারী সহ মোট ৫ জন আটক হওয়ার পর প্রকাশ্যে আসে এই চক্রের কার্যকলাপ। জানা গেছে আটক কৃত দুজনের বাড়ি জেলার দেবীগঞ্চ উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় তাদের থানায় নিয়েছে পুলিশ। ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চগড় শহরে জুরে।
দিনের পর দিন ভাড়াবাড়িতেই চলতো মধুচক্রের কারবার। সেই চক্র প্রকাশ্যে আনল পঞ্চগড় সদর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজন নারী ও দুজন যুবকে আটক করা হয়েছে। এসময় বাড়ির ভাড়াটিয়াকে সেই বিষয় জানতে চাওয়া হলে তাঁরা কোনও সদুত্তর না দিতে পারায় গ্রেফতার করে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। কতদিন ধরে এই আসর চলছে তা খতিয়ে দেখছে তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা তদন্তে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মধুচক্রের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হতো। এই মহিলাদের বিভিন্ন জায়গা থেকে এনে ওই বাড়ির দু’টি ঘরে মধুচক্রের আসর বসাত। আটক ওই দুই মহিলা 2-5 বছর ধরে এই কাজ করার কথা স্বীকার করেছে ।