
কক্সবাজার প্রতিনিধি ॥কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শহীদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, শহীদ নিজেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ন্যায্য মূল্যের কার্ড করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। এভাবে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি দাবি করেন যে, তার মাধ্যমে সরকারি সুবিধার কার্ড পাওয়া যাবে। এ আশ্বাসে প্রলুব্ধ হয়ে কেউ কেউ তাকে অগ্রিম অর্থ প্রদান করেছেন। কিন্তু সময় পার হলেও ভুক্তভোগীরা কোনো কার্ড পাননি, বরং শহীদ টাকা ফেরত না দিয়ে এড়িয়ে যাচ্ছেন।
ভুক্তভোগীদের দাবি, শহীদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে অন্য কেউ তার প্রতারণার শিকার না হন।
অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।