
কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃঅন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের বারবার অনুরোধে এবার দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর আগের তুলনায় কম পরিমাণে এবং উচ্চ মূল্যে রফতানি করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, আমরা বারবারই বলেছি দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে। দেশের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের কাছে ইলিশ পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।
এ সময় অবৈধ জাল উৎপাদন ও বিক্রেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য উপদেষ্টা বলেন, অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। যারা অবৈধ রিং জাল তৈরি করে, বিক্রি করে বা ব্যবহার করে—তাদের বিরুদ্ধেও সমান কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলজ সম্পদ ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষণাবেক্ষণ এবং জেলেদের প্রণোদনা বাড়ানোর মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করা হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। ঠাকুরগাঁও সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফরিদা আখতার বুড়ির বাঁধে মাছের পোনা অবমুক্ত এবং কিছু ফলজ গাছ রোপণ করে।