
নিউইয়র্ক শহর, আলোয় ঝলমল,
মানুষ হেঁটে চলে ভেতরে কেবল।
চোখে ব্যস্ততা, আলোর ঝলকান,
হৃদয়ের গল্প যেন হয়েছে নিষ্প্রাণ।
আকাশচুম্বী দালানের ভিড়ে হারায় মুখ,
সাহায্যের হাত নেই, নেই মমতার সুখ।
ট্রেন ছুটে যায়, মানুষও চলে ঢলেঢলে,
কেউ কারো নয়, নেই শান্তি মুখ বলে।
হাসি আছে বিজ্ঞাপনে, চোখে নয়,
প্রতিযোগিতায় হারে হৃদয়ের দায়।
সিগন্যাল মানে গতি, না কোনো ভাব,
মানুষ এখানে যেন যন্ত্র, শান্তির অভাব।
এই শহরে সবই আছে, নয় তাজা,
ডলার, ডিজিট, দামি সাজে সাজা।
তবু নেই যে কারো কাছে এতটুকু স্থান,
যেখানে বুকের কথায় বলে রাখবে প্রাণ।
কতো হিসেবে চলে এরা জীবনকালে,
কাজে সবাই বিনোদন নেই বললে চলে।
কে রাখে কার খবর ব্যস্ত সবাই ব্যস্ত,
ষোলআনা মিছে এদের জীবন্টাই আস্ত।
★★★★