
চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি।।দিনাজপুরের খানসামা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম আকিবুল ইসলাম আজাদ (৫০)। তিনি ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
খানসামা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেয়। রাতের অন্ধকারে অভিযানে গিয়ে পুলিশ আকিবুল ইসলামের নিজ বাড়ি ঘিরে ফেলে। পরে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে একটি বড় স্টিলের ট্রাংক থেকে ৬৭ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী আকিবুল ইসলামকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আকিবুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় গুঞ্জন ছিল। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। তাঁরা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যেতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকিবুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৮ কেজি গাঁজা জব্দ করেছি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
মাদকবিরোধী কার্যক্রম জোরদারে দিনাজপুর জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে খানসামা উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী কার্যক্রম বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।