
রায়পুরা প্রতিনিধি:নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা, আমিরগঞ্জ, হাসনাবাদ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের দোসর রবিউল ইসলাম রবি ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রবি (পিতা মৃত অদুত), মোঃ সুরাব মিয়া (পিতা শাহাবুদ্দিন) ও মোঃ মতিন গং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত ৫ আগস্ট আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পর তারা কিছুদিন গা ঢাকা দিলেও বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে। আলোকবালি, চর মধুয়া, খলাপাড়া ও বালুয়াকান্দিসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলে ককটেল, টেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করছে তারা। জানা যায় বিগত দিন সাবেক মন্ত্রী ও এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর এবং আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন রবি গং । স্থানীয় মেম্বার গুলজার হোসেনকে পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙ্গে দিয়েছেন রবিউল ও তার সাঙ্গপাঙ্গরা বর্তমানে গুলজার মেম্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
এলাকাবাসীর অভিযোগ, আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জের সাথে রবিউল গংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
মামলার ফিরিস্তি সহ আগামী সংখ্যায় চোখ রাখুন নিউজ পোর্টাল অপরাধ কন্ঠ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকা
কিস্তি (১)