
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মেয়ে মোছাঃ মিমি আক্তার (২০) চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন মাস আগে তার বিবাহ বিচ্ছেদ হয়।
অভিযোগ উঠেছে, রাজাগাঁও ইউনিয়ন কৃষক দলের ৯ নং ওয়ার্ড সভাপতি আনছারুল হক (৫১) তাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছেন। জানা যায়, আনছারুল হকের স্ত্রী, সন্তান রয়েছে এবং তার মেয়েও বিবাহিত। তিনি স্থানীয় বড়দেশ্বরী বাজারে ব্যবসা পরিচালনা করেন।
মিমি আক্তারের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানালে আনছারুল হক তাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেন এবং প্রলোভনস্বরূপ টাকা অফার করেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ১১ সেপ্টেম্বর বড়দেশ্বরী বাজারে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায়।
এ বিষয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক সংবাদ প্রকাশের দাবি জানিয়েছেন।