
ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :
‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে দেশ-বিদেশে খেলতে যায়’ বলা ভ্যানচালক ফারুক ইসলামকে একটি ব্যাটারীচালিত ইজিবাইক কিনে দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
গত ২৫ আগস্ট ফারুক ইসলামের বাড়িতে পরিদর্শনে গিয়ে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর এবং উপার্জনের ভ্যানের বদলে নতুন ইজিবাইক কিনে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক সাবেত আলী।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফারুক ইসলামের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বৈষম্য বিরোধী আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
ফারুক ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রামে। তিনি জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালীর বাবা।
ফারুক ইসলাম জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক সোনালী’র বাবা ইজি বাইক হাতে পেয়ে অনেক আনন্দে উচ্ছ্বাসিত।তিনি আরও জানান মেয়ে সোনালী যখন ফুটবল খেলতো এলাকার অনেক মানুষের কটুক্তি শুনতে হয়েছে। বাঁকা চোখে তাদের চাহনি আজো আমার চোখে ভেসে বেড়ায়।তারপরও আমি অনেক খুশি আজ আমার মেয়েকে দেশ বিদেশের সবাই চিনে।আমি গর্বিত সোনালীর মত মেয়ের বাবা হয়ে।
ইনসান সাগরেদ
পঞ্চগড় ২২ সেপ্টেম্বর ২০২৫