
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মন্দিরটির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করে বলেন, “বিগত সরকারের আমলে ২০২২ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম আমার কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। আমি দিতে অপারগতা জানালে মিথ্যা মামলায় র্যাব দিয়ে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে মাত্র ১৩ দিনের মধ্যে আদালত আমাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেন।”
হরিদাস চন্দ্র আরও বলেন, সম্প্রতি কিছু ভুয়া সাংবাদিক ও মিথ্যা পরিচয়ধারী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, রামচন্দ্রপুর গ্রামে ব্যয়বহুল মন্দির নির্মাণকাজ শুরু করলে ২২ সালে ঘটে যাওয়া ঘটনা কে পুনরাবৃত্তি কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে এবং চাঁদার দাবিও তোলে। এ নিয়ে প্রকাশ্যে কথা বলতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।