
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
পঞ্চগড় সদর উপজেলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পুলিশের আয়োজনে উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ‘ওপেন হাউজ ডে ‘অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও মব, সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
এসময় তিনি মাদকের সঙ্গে কোনো আপস নেই উল্লেখ করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান।
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকবিরোধী, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
পঞ্চগড় সদর থানা আয়োজিত
অনুষ্ঠানে অন্যান্যের বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।