
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড়ে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ( শুক্রবার ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বন্ধু একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে ধাক্কামারা কমিটি একাদশ।
ঘাটিয়ারপাড়া যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ১৪ টি ফুটবল দল অংশ নেয়।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি, মেডেল, ছাগলসহ নগদ টাকা পুরস্কার হিসেবে তুলে দেয় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল। এসময় ইউপি সদস্য রফিকুল ইসলাম, স্কুল শিক্ষক আতাউর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।