
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকারনাইন স্টিভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন, মাহমুদুল হক, বিপি সরকারি উচ্চ
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, খালিদ স্পিকসের খালিদ মাহমুদ।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও আবু তালেব।