1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

পঞ্চগড়ে শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা সহজ ও স্বাধীন জীবনযাপনের লক্ষ্যে পঞ্চগড়ে হুইলচেয়ার ও সহায়ক সরঞ্জাম বিতরণ করেছে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি। সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা অনুরুদ্ধ কুমার রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. দিপক কুমার রায়, থেরাপি সহকারী আব্দুল জব্বার, অডিও মেট্রিশিয়ান শাহ আলমসহ সেবা কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে হাড়িভাসা বড়বাড়ি এলাকার নাজমা বেগম ও গড়েরডাঙ্গার নজরুল ইসলাম এর হাতে হুইলচেয়ার এবং রওশনাবাগ এলাকার হাসিবুল ইসলাম এর হাতে অ্যাক্সিলারি ক্রাচ তুলে দেন অতিথিরা।

হুইলচেয়ার পেয়ে আবেগঘন কণ্ঠে নাজমা বেগম বলেন, “আমি আগে অন্যের সহায়তা ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন এই হুইলচেয়ার পেয়ে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”

একইভাবে আনন্দ প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, “আমার নিজের চলাচলের স্বাধীনতা ফিরে পেয়েছি। এটা শুধু একটা হুইলচেয়ার নয়, এটা আমার জীবনের নতুন ভরসা।”

অ্যাক্সিলারি ক্রাচ পেয়ে হাসিবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে চলাফেরায় কষ্ট হচ্ছিল। সরকার এমন সহায়তা দিচ্ছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি।”

প্রধান অতিথি অ্যাডভোকেট আদম সুফি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবন সহজ করতে সরকারের এধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সবাই মিলে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তাদের জীবনমান আরও উন্নত হবে।”

সভাপতির বক্তব্যে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, “সরকার প্রতিবন্ধীদের জন্য নিয়মিতভাবে হুইলচেয়ার, ক্রাচ, শ্রবণযন্ত্রসহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম বিতরণ করছে। আমাদের লক্ষ্য–প্রতিবন্ধীদেরও সমাজের মূলধারায় সম্পৃক্ত করে স্বনির্ভর করে তোলা।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা হুইলচেয়ার ও অন্যান্য সরঞ্জাম গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট