1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আটোয়ারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নলছিটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ২৮ অক্টোবর ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল- রাশেদ প্রধান ভয়ের কোন কারণ নেই বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – ব্যারিস্টার নওশাদ জমির নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু।।মা ক্লিনিকে স্বজনদের ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে :গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগে পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি নারী ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালালে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকালে।

রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রসববেদনা নিয়ে পারুল বেগমকে পলাশবাড়ী পৌর শহরের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সিজারিয়ান অপারেশন শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। পরে রাত ৪টার দিকে পারুলের মৃত্যু হয় বলে জানা যায়।

স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে মৃতদেহ রংপুরে রেফার করার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর ও আগুন ধরানোর চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত পারুল বেগম পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের দাবি, এর আগে পারুলের দুটি সন্তান সিজারের মাধ্যমে জন্ম নেয়। তৃতীয়বারের সিজারে ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তারা দায়ী চিকিৎসক ও ক্লিনিক মালিক সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্লিনিকটি বন্ধের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় সরকারি কবরস্থানের সামনে অবস্থিত ওই মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমটি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন ভবনে পরিচালিত হচ্ছে। স্থানীয়রা জানান, ওই ক্লিনিকে এর আগেও প্রসূতি ও নবজাতকের মৃত্যুর একাধিক ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট