1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথসভায় জনতার ঢল পলাশবাড়ীতে ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম-কৃষিজমি ঝুঁকিতে, আইন থাকলেও অপরাধীরা অধরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংবাদিক কনফারেন্স ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মেলেনি ৪৮ দিনেও,কবে মিলবে তাদের খোঁজ আটোয়ারীতে পরিত্যক্ত লাকড়ি রাখার ঘর থেকে রিভালবার ও দুই রাউন্ড গুলি সহ ৬ বোতল ফেনসিডিল উদ্ধার রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষক নেতা মকছেদ আলী পঞ্চগড়ে অসহায়দের মাঝে উপহার বিতরণ বাড্ডা (উত্তর) থানার ওয়ার্ডের বিশেষ কর্মী সম্মেলন নবনির্বাচিত জামায়াতের সেক্রেটারি পলাশবাড়ীর কৃতি সন্তান থানায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি!যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা! প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

সাদুল্লাপুরে ৭ সন্তানের জননী বৃদ্ধাকে হাত-পা বেঁধে দুই সন্তানের জনকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ উর্ধ্ব এক বৃদ্ধা নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।১৯ অক্টোবর রবিবার দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও ধর্ষক আইয়ূব আলী পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের দুই সন্তানের জনক আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) নারী লোভী লম্পট সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের হলুদের ও অন্যান্য ফসলে ঘেরা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসী ও স্বজনেরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা দ্রুত দোষীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লম্পট আইয়ুব আলী ইতিপূর্বে অনুরূপ একাধিক ঘটনা ঘটেছে জরিমানা দিয়ে মুক্তি মিলেছে বলে দাবী করেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানায়, আজ লম্পট আইয়ূব আলী সে এই মহিলাকে ধর্ষণ করে মৃত্যু ভেবে বাড়ি এসে গোসল করে দোকান পাড়ে বসে ছিলো। যখন সে জানতে পারে মহিলা বেঁচে আছে ও বাড়িতে নাম বলেছে তখনই সে পালিয়ে যায়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার গণমাধ্যমে জানান,দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মানবাধিকার কর্মী ও স্থানীয় সমাজকর্মীরা দাবী করেন, “একজন বয়োবৃদ্ধা নারীও আজ নিরাপদ নয়—এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট