
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃজাতীয়তাবাদী ছাত্রদলের পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ কে গতিশীল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর রোববার বিকেলে পলাশবাড়ী দ্বি মুখি মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের আহবানে আলোচনা সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। এ সময় পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, আহবায়ক আরিয়ান সরকার আরিফ, যুগ্ন আহবায়ক ইউসুফ মন্ডল লেবু, পলাশবাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবীর পায়েল,
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মারুফ শেখ রাজিব,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোতাল্লিব হোসেন সুহাদ,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবা আহমেদ প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, থানা ছাত্রদলের সদস্য সদস্য স্বাধীন সরকার, শফিকুল ইসলাম, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ সভাপতি মফিদুল ইসলাম,বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি আরাফত ছাড়াও উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ও বক্তব্য প্রদান করেন।
নেতাকর্মীরা, সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি গঠনমূলক পরিবেশ তৈরি করন,সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সাথে সমন্বয় সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী করতে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করণ , তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মতামত শোনার পর আসন্ন নির্বাচনে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে, পলাশবাড়ীতে ছাত্রদলের সকল ইউনিটের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টির লক্ষে,জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের এর দিক নির্দেশনায়
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।