1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা!

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

খেলা প্রতিবেদক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে।।
বৃষ্টিতে বারবার মাঠ ছাড়তে হয়েছে ক্রিকেটারদের; সে কারণেই কি একটু বিরক্ত সৌম্য সরকার?

বিজ্ঞাপন


বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। দীর্ঘ অপেক্ষায়র পরও প্রবল বৃষ্টি না থামায় আজ সন্ধ্যা ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা কর হয়। এর আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। মুস্তাফিজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে নেন ৩ উইকেট।
৮ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম।
মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুই দিক থেকে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব পেস আক্রমণ শুরু করেন। ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে।

তখন কিউইদের সংগ্রহ ৯ রান। দুই ঘণ্টার বেশি সময় ম্যাচ বন্ধ থাকার পর কর্তিত ৪২ ওভারে খেলা পুনরায় মাঠে গড়ায়। সপ্তম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু দেন মুস্তাফিজ। তার একটি লেন্থ বলে ফিন অ্যালেনের (৯) দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান।১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি ওভারে এসে আবারও মাতান ফিজ-নুরুল জুটি।
আবারও মুস্তাফিজের করা লেন্থ বলে চ্যাড বোয়েস (১) ক্যাচ তুলে দেন নুরুলের গ্লাভসে। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেট পতন। এরপর উইল ইয়ং আর হেনরি নিকোলাস প্রতিরোধ গড়েন।
এই জুটি ভাঙতে ১৯তম ওভারে বোলিংয়ে আনা হয় মাহমুদ উল্লাহকে। ১০ মাস পর ওয়ানডেতে বোলিং করছেন মাহমুদ উল্লাহ। ২৪তম ওভারে আনা হয় সৌম্য সরকারকে। ৮৩ বলে ফিফটি তুলে নেন উইল ইয়ং। তৃতীয় উইকেটে ১১৭ বলে ৯৭ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলাসকে তিনি এলবিডাব্লিউ করে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিকোলাস।
এরপর ৩১তম ওভারে জোড়া আঘাত হানেন নাসুম। ৯১ বলে ৪ চার ১ ছক্কায় ৫৮ রান করা উইল ইয়ংকে দারুণভাবে স্টাম্পিং করেন নুরুল। চতুর্থ বলেই নতুন ব্যাটার রাচিন রবীন্দ্রকে (৩) লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। ১২৩ রানে ৫ উইকেট হারায় কিউইরা। সন্ধ্যা ৭টায় খেলোয়াড়েরা মাঠে নামতেই ফের বৃষ্টি নামে। মাঠ ঢেকে যায় কাভারে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং