
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি অডিটোয়িাম চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শতাধিক স্বেচ্ছাসেবির সাথে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। কর্মসূচীর উদ্বোধনও করেন তিনি। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, নিজে একজন স্বেচ্ছাসেবক ছিলাম ।সারাজীবন খেযে না খেয়ে বনের মোষ তাড়িয়েছি। স্বেচ্ছাসেবার মাধ্যমে সুন্দর আগামী তৈরি করা সম্ভব। সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করবো। তাই পঞ্চগড়ের সকল স্বেচ্ছাসেবিদের একত্রিত করছি। এই শহর অপরিচ্ছন্ন। কয়েকদিনের মধ্যেই শহরে পরিচ্ছন্নতার অভিযানে নামবো। এরপর মাদকসহ অন্যান্য সামাজিক সমস্যা দূর করার অভিযানে একসাথে কাজ করবো। এখন এই কাজগুলো তার রিহার্সেল চলছে।
তরুনরা যত স্বেচ্ছাসেবায় যোগ দেবেন, মাদক তত কমবে।
সামাজিক সমস্যা তত কমবে। এই তরুনরাই গড়বে সুন্দর আগামীর ভবিষ্যত। সাইকেল শোভাযাত্রার মতো তাদের সাথে অগ্রভাগে থাকবো। একটা মানবিক পঞ্চগড় গড়ে তুলতে চাই।
পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠন লাইট অফ লাইফের নির্বাহী পরিচালক এম এ রনি, বাংলাদেশ প্রতিদিন’ এর জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমুখ ।