
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ আজ ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আট দিন আগেই পলাশবাড়ী হানাদার মুক্ত হয়।১৯৭১ সালের ডিসেম্বরের ৮ তারিখেই স্বাধীন হয় পলাশবাড়ী।
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে
১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদে স্মৃতিচারণে আলোচনা সভা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।কোরআন তিলাওয়াত করেন মোজাম্মেল হক।এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী শাখার সহ-সভাপতি সাংবাদিক নুর আলম সরকার,পলাশবাড়ী রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, খবরবাড়ী.কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,প্রবীণ বিএনপি নেতা মুনসুর আলী সরকার মন্টু প্রমুখ।
এছাড়াও ,সাংবাদিক আরিফ উদ্দিন,এসআই হাবিব, আশরাফুল আলম, মামুন শেখ, লাবুনী আক্তার, সাগর রাখু সহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী শক্তি,পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে পলাশবাড়ীকে শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তাদের অবদানের কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেই সাথে আগামীতে যেন সরকারিভাবে পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবসটি পালন করা হয় সেজন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মিথুন।