
আমার তাকানো আঁখি আজও ফেরাতে পারিনি
তোমার তরে।
তুমি যতই যাওনা দূর থেকে আরোও দূরে,
তুমি আছো আমার আঁখির তরে।
পলকে পলকে তাকিয়ে দেখি তুমি মোর অন্তর জুড়ে,
আমার আঁখির রাজত্বে তুমি রানীর আসনে।
আমার তাকানো আঁখি আজও ফেরাতে পারিনি তোমার তরে.
আঁখি রাজ্য রাজত্বের তুমি সে আসনের রানী,
দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখি তুমি মোর অন্তর জুড়ে।
তুমি গড়িয়েছো ভবন মানব ভবন তাই অন্তরের রত্ন,
রত্নকে আমি গভীর যত্নে করি যে লালন।
যে পথ তুমি দেখিয়ে আমায় করেছো ভাবনার পথ,
তুমি সকল ভাবনার শান্তি শৃঙ্খলার মাথার মুকুট।
আমার তাকানো আঁখি আজও ফেরাতে পারিনি তোমার তরে।