
বিনোদন প্রতিবেদক:সম্প্রতি নির্মিত হলো মিউজিক ভিডিও ‘ভালোবাসা পাইলাম না”। আলামিন জমাদার সবুজের কথায় সুর করেছেন আশরাফ রেহান, সঙ্গীত আয়োজন করেছেন এ আর এন্ড রয়। গানটিতে কন্ঠ দিয়েছেন সাথী বৈদেশী। মডেল হিসাবে কাজ করেছেন সাথী বৈদেশী ও অপু চৌধুরী। গানটি পরিচালনা করেছেন মো: সোহেল খান। গানটি এস টিউন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
কন্ঠশিল্পী সাথী বৈদেশী বলেন, ‘ভালোবাসা পাইলাম না’ গানের কথা গুলো অসাধারণ। পরিচালক সোহেল খানের আমার প্রথম কাজ আশা করছি ভালো কিছু হবে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন মডেল অপু চৌধুরী।
নির্মাতা সোহেল খান বলেন, ‘ভালোবাসা পাইলাম না’’ সাথী বৈদেশীর গাওয়া গানটি দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে সাথী বৈদেশী ও অপু চৌধুরীর রসায়নটা ভালো ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।