
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধা শহর তাঁকে চিনত এক নামেই তিনি আমাদের ” বাংলার মা” । এই নামটি দিয়েছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নিজের নাম বেগম জহুরা খাতুন যেন আড়ালেই থেকে গিয়েছিল।
মহান মুক্তিযুদ্ধের সময় রৌমারী ও রাজিবপুর এলাকায় তিনি দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেন। কঠিন সময়ে তাঁর মমতা ও সাহস জুগিয়েছিল অনেক তরুণ যোদ্ধাকে।
স্বাধীনতার এই পথেই তিনি হারান তাঁর স্বামী এম.এ. গণি মিয়া ও পিতা আব্দুস সামাদ ওয়াজীকে। তবু সব কষ্ট নীরবে বয়ে নিয়ে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।
তিনি গাইবান্ধার বরেণ্য মুক্তিযোদ্ধা ও নন্দিত সাংবাদিক, সাপ্তাহিক গণপ্রহরী সম্পাদক এস.কে মজিদ মুকুল এবং একসময়ের তুখোর ফুটবলার হিরোর মা।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিজয়ের দিনে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
বিদায় বাংলার মা। তোমার মমতা চিরস্মরণীয় হয়ে থাকবে এমনটাই ব্যক্ত করেন গাইবান্ধা বাসী।