
নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক তৃণমূল নেতা কর্মীদের প্রাণ স্পন্দন জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারী জননেতা আবু জাফর মাহমুদ কামাল এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারী তৃণমূল নেতা কর্মীদের প্রাণ স্পন্দন মানবাধিকার সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী জননেতা মোঃ আনিসূল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ,, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দুর্দিনের কান্ডারী বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা কামরুজ্জামান পল্টু ,, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহাবুর রহমান পিন্টু ,, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী গর্জন পরিছন্ন রাজনীতিবিদ মোঃ নিজাম উদ্দীন জ্যাকী,, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী ,, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির লিটন ,, জাতীয় পার্টির অন্যতম নেতা সবির আহমদ ,, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন ,, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর মহিলা পার্টির নেত্রী বিলকিস আক্তার প্রমুখ । প্রধান অতিথি আবুল জাফর মাহমুদ কামাল বলেন ,, ৭১ এর চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিছু ষড়যন্ত্রকারী মুক্তিযোদ্ধাকে মুছে ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজ এই মহান বিজয় দিবসের শপথ হোক শহীদদের রক্ত মুছে দেওয়া যাবে না ।।