
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃনূরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ পলাশবাড়ী কার্যালয়ের উদ্বোধন ও দারুল কুরআন মাদ্রাসার নুরানি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির শাখা কার্যালয় উদ্বোধন করা হয়।
ধর্মীয় ও বৈষয়িক জীবনের শিক্ষা-দীক্ষা এবং যাবতীয় দায়দায়িত্বের সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য কোরআন শিক্ষা অর্জনে পলাশবাড়ী দারুল কুরআন মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই অঙ্গীকার কর্তৃপক্ষের।
পলাশবাড়ী দারুল কুরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে, পলাশবাড়ী পৌর সভার প্রান কেন্দ্রে (মিল্টন রোড) মাদ্রাসার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি,বিশিষ্ট সমাজসেবক শাহ্ আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নূরানী
খলিফা শাহ্ মুহাম্মদ হাকিম আক্তার সাহেব রহ. করাচি পাকিস্তান ও তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আব্দুল হাই সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনার প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুফতি আব্দুল কুদ্দুস সাহেব।
এছাড়াও বক্তব্য প্রদান করেন মুহতামিম মুফতি মামুন সাহেব (গাইবান্ধা), মুফতি এনামুল হাফিজ সাহেব, মুফতি শাহ আলম সাহেব, মুফতি সহিদুল ইসলাম,পেশ ইমাম,খতিব শহিদুল ইসলাম রাজা, কাওছার প্রমুখ।
বক্তারা বলেন, দ্বিনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য দারুল কুরআন মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো। ব্যাক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে কোরআন শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। কোরআর শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। আর সেই শিক্ষা হতে হবে আল্লাহর উদ্দ্যেশে নবীর আদর্শগত শিক্ষা। যার মধ্যে মানবতার মুক্তির সকল নিয়ম-কানুন রয়েছে। মুসলিম জাতির মেধা, মননশীলতা, বিবেক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের ক্ষেত্রে কোরআন শিক্ষার বিকল্প নেই।