
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের ছোট্ট ভাই আলী আফসার রানার বিরুদ্ধে আদালতের দুইটি মামলার গ্রেফতারী পরোয়ানা থাকা সত্ত্বেও গ্রেফতার করছেনা পুলিশ এমন অভিযোগ তুলেছেন মামলার বাদী আলী আফসার রানার ২য় স্ত্রী মৌসুমী আক্তার।
মৌসুমী আক্তার জানান, প্রায় তিন আগে ঠাকুরগাঁও আদালতে দুটি মামলা দায়ের করেন। যার মামলা নং – সি আর ১৮০/২৩ সি, দেনমোহর মামলা নাম্বার ২৪/২৩। এই মামলার দুটির গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার ওয়ারেন্ট বালিয়াডাঙ্গী থানায় এলেও আসামি গ্রেফতার করছেনা পুলিশ।
মৌসুমী আক্তার আরও বলেন, “দীর্ঘদিন থানায় ঘুরেও আসামি গ্রেফতার না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে ফিরে দেন পুলিশ। আমার ধারণা তারা আওয়ামী লীগের নেতা, আসামির বাবা মোহাম্মদ আলীর টাকা আছে বলে পুলিশ আসামি ধরছেনা। তা না হলে এতো দিন হয়ে গেল পুলিশ আসামিকে ধরছে না কেন? এতদিন আওয়ামী লীগের ক্ষমতা এবং দাপট দিকে চলেছেন আজ আমি পক্ষ। এখন সরকার পতনের পরেও আওয়ামী লীগ নেতা দুই দুইটি মামলার আসামি তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।
দ্রুত আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর দাবি জানান মামলার বাদী মৌসুমী আক্তার।