
নিজস্ব প্রতিবেদক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের তীরনই নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় মোজাম্মেল হক নামের এক কৃষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় আহত কৃষক মোজাম্মেল হক হলেন – বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের তফিল উদ্দীনের ছেলে
শুক্রবার বিকালে এঘটনা ঘটেছে।
স্থানীয় ৭/৮ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে তীরনই নদীর ধার থেকে কৃষক মোজাম্মেল হকের খতিয়ানভুক্ত জমি থেকে বালু উত্তোলন করে আসছে।
বালু উত্তোলনে কৃষক মোজাম্মেল হক বাঁধা দিলে সিন্ডিকেটের লোকজন তার উপর চড়াও হয়ে বেলচা দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারীভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলে কৃষক মোজাম্মেলের শরীর থেকে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রার্থমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে মোজাম্মেল হক নামের ওই কৃষক গুরুতর আহত হয়। পরে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এলাকাবাসীদের সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহেন্দ্র ট্রাক্টর গাড়ীটিসহ বেলচা ও গাছের লাঠি জব্দ করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আহসান উল হক বলেন, অবৈধভাবে বালু মহল উত্তোলনের অপরাধ আইনে গাড়ীর মালিকের আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।