
ফজলার রহমান গাইবান্ধা প্রতিনিধি:–গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য ভাবে অনুষ্ঠিত হবে লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন পুলিশ বিভাগসহ নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
২১ ডিসেম্বর রোববার বিকেলে জাতীয় দৈনিক মানবজমিন,উত্তর কোন ও মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন নির্বাচনের আচরন বিধি লংগ্ঘন হচ্ছে কিনা এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা প্রয়োজন।
আসন্ন নির্বাচনে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা পরিহার করার জন্য ও আহবান জানান।