
শাহিন আলম
ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাস্টারপাড়া (সুজালী) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য এ টিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হামিদ এবং ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এ এলাকার অন্তত ছয়টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল।
টিন বিতরণকালে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন,
“দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
টিন পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।