
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে “তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এবং দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান। বক্তারা তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থী সাদেক তানভীর মুন্না, মোহাম্মদ জাহিদ হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ ফি আওলাদ।
এ সময় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।