
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা গোবিন্দগঞ্জে ঢাকা- দিনাজপুর মহাসড়কে মটরসাইকেল আরহী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার সময় ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পরে শেফালী বেগম (৩৫) নামের নারীর মৃত্যু হয়।
মৃত শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।বিবাহিত জীবনে দুই সন্তানের জননি ছিল শেফালী বেগম।
সরেজমিনে জানা যায়, রেজাউল করিম তার স্ত্রী শেফালীকে নিয়ে ডাঃ দেখানোর উদ্দেশ্য গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে কাটামোর এলাকায় পৌছলে পিছন থেকে আসা মালবাহী ট্রাক(ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানায় দায়িত্বরত প্রশাসন ।