
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল এর অংশ হিসেবে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির এর নেতৃত্বে জুম্মার নামাজ শেষে বাস টার্মিনাল জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে বিক্ষোভ মিছিল দিনাজপুর প্রেসক্লাবে এসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির। বিক্ষোভ মিছিল এবং সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা এবং বিভিন্ন স্তরের প্রতিবাদী জনতা।