1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইক্ষু খামার থেকে অপহৃত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক আটক করায় – তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের পলাশবাড়ীতে মহাসড়কে ট্রাক চাপায় নিহত ১ গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার কবির গ্রেফতার অবশেষে প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ সিনেমার টিজার চীন সরকারের উপহার হাসপাতালটি পঞ্চগড়ের প্রাপ্য দেশে ১ হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এ করার দাবী পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়ির খড়ের ঘরে আগুন চীন-মৈত্রী হাসপাতালটি অবশ্যই ঠাকুরগাঁও অঞ্চলে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কমর্সুচি আসছে- ফারুক হাসান সোনালী ব্যাংক ম্যানেজারের সহায়তায় একাউন্ট থেকে এক শিক্ষকের ১৫ লক্ষ টাকা স্থানান্তর

রাবিতে প্রক্সিকাণ্ডে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। প্রক্সিকাণ্ডে জড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণের মামলায় মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ এ তানভীর আহমেদের বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। পরে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে নিজের দোষ স্বীকার করায় তাকে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রক্সিদাতা বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তন্ময়ের নাম।

বায়েজিদ খানের দেওয়া তথ্য মতে, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন তিনি। পরে ওই ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।

গত ১৭ আগস্ট ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কৃত ৪ জনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে ১৮ আগস্ট তাদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা রেহেনা বেগম জড়িতদের নামে নগরের মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন

গত ১৯ আগস্ট রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে  তন্ময়সহ চারজনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে ছাত্রলীগ।  ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওইসব ছাত্রলীগ নেতারা। আজ সেই মামলায় তন্ময়কে গ্রেপ্তার করল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং