
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সস্টিউট মাঠে শুক্রবার বিকেলে এই দোয়া অনুষ্ঠিত হয়। পৌরবিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। দোয়া মাহফিলে স্মৃতিচারণ ও বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাচনে পঞ্চগড় ১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এসময় তিনি বলেন বেগম জিয়া সর্বস্তরের মানুষের নেত্রী হয়ে উঠেছেন তার সুনির্দিষ্ট দেশ প্রেমের জন্য। বাংলাদেশ বাদ দিয়ে তিনি অন্যকিছু চিন্তা করেননি। এজন্য তিনি মহান নেত্রী হয়েছেন। নওশাদ জমির বলেন ব্যাক্তি জীবনে খালেদা জিয়া অত্যন্ত মিতব্যায়ি ছিলেন। বিএনপির গঠনতন্ত্র সংশোধনে কাজ করতে গিয়ে তার সাংগঠনিক দক্ষতাকে আমি উপলদ্ধি করেছি। গণতন্ত্রের জন্য তিনি যে লড়াই করেছেন এর জন্য সারা পৃথিবী তাঁকে মনে রাখবে।
এর আগে জেলার প্রত্যেক মসজিদে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।