1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই…. জেলা প্রশাসক  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা শাকিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধু’ অ্যাডভোকেট আহসান হাবিব ঠাকুরগাঁওয়ে শহরের কাছেই অবহেলিত জনপদ: বাঁশের সাঁকোই যখন দুই হাজার মানুষের একমাত্র ভরসা। খালেদা জিয়া ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন তারেক রহমান : ফরহাদ আজাদ পঞ্চগড়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি আর নির্বাচন একসাথে নওশাদের বালিয়াডাংগীতে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন: শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বতন্ত্র হয়েও যিনি আজ জনতার হৃদয়ে শীর্ষে—তিনি হক সাহেব

আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন সহস্রাধিক মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে আটোয়ারী পাইলট হাই স্কুল মাঠে নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন।
মেডিকেল ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ মনোয়ারুল আলম, মেডিসিন ও হৃদরোগ বিশেষত এস এম মাহবুবুল ইসলামের নেতৃত্বে ১১ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদেরও মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এই ক্যাম্প বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাঁদের জন্য স্বস্তির। অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।
নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি ব্যারিষ্টার নওফেল জমির জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকেও বিনামূল্যে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
ড্যাবের পক্ষ থেকে বলা হয়, সামাজিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকরা স্বেচ্ছায় এই সেবায় অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং আগামী ৯ ও ১০ জানুয়ারি পঞ্চগড় সদরে একই ধরণের ক্যাম্প আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট