
মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
গেল রাতে অগ্নিকান্ডের ঘটনার পর খোলা আকাশের নিচে দিন যাপন করছিলেন পাঁচটি পরিবারের প্রায় ২২ জন মানুষ। গবাদি পশু ঘরের আসবার পত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না তাদের। এই ঘটনায় পরিবারগুলোর প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ কম্বল ও খাবারের আসবার পত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্যরা।

এ সময়ে এমন উদ্যোগ নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য
ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সেই সাথে তারা আশা করেন সব সময় যেন তারা পাশে থেকে সহযোগিতা করেন।