———রিতু নুর———–
আচ্ছা কার অপেক্ষায় তুমি?
চাঁদ গেছে ডুবে,
নিয়ন বাতি গেছে নিভে।
নাইটগার্ডের হুইসেল,
গেছে থেমে।
তবু কার জন্য আছো
এত রাত জেগে?
ঐ-যে দূরে শিয়ালের ডাক শোনা যায়,
মৃত্যু নিয়ে হয়তো
করছে কাড়াকাড়ি,
হুতুমপেঁচা থেমে থেমে ডাকছে।
যার জন্য জেগে তুমি
সেও হয়তো কার বুকে
মাথা রেখে ঘুমিয়ে আছে তোমাকে ঠকিয়ে।
স্বপ্নের বিভোরে নাক
ডেকে ডেকে অস্থির হয়তো সে
কার অপেক্ষায় তুমি?
অস্তিত্ববিহীন অন্ধকার চিন্তার বলয়ে
কপালে ফেলছো ভাঁজ।
মাথাটা একটু হেলিয়ে নাও এবার,
ঘুমিয়ে যাও,আসবে’না হয়তো সে।।