
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. সিফাত জাহানের অন্যত্র বদলীজনিত এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু’র অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা ঐতিহাসিক ডাকবাংলোতে ওই সংবর্ধনার আয়োজন করে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিস্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট খাজা ময়েন উদ্দীন, দেবীগঞ্জ উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ডালিম কুমার, বোদা উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট নুরে কালাম, আটোয়ারী উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট নুর আলম, তেঁতুলিয়া উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট আজিজার রহমান প্রমূখ। #